600 বছরের পুরনো নাড়াজোল রাজবাড়ি
1 min read

Narajole Rajbari
নারাজোল রাজবাড়ি
বাংলার বেশ কিছু পর্যটন কেন্দ্রের মধ্যে বর্তমানে এক উল্লেখয্যোগ্য জায়গা কেড়ে নিয়েছে প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক কার্পেটে মোড়া পশ্চিম মেদিনীপুরের নারজোল রাজবাড়ি। কথিত আছে, রাজা উদয় নারায়ণ একবার শিকারে গিয়ে জঙ্গলে আশ্রয় নেন এবং তখন তিনি দেবী দশভুজার স্বপ্নাদেশ পান ওখানে মন্দির প্রতিষ্ঠার জন্য। এরপর বলাই বাহুল্য যে, উনি ওখানেই একটি মন্দির স্থাপন করেন। এরপর ধীরে ধীরে কালের নিয়মে ওই মন্দিরকে ঘিরে তৈরী হয় ওখানে লোকবসতি।
