প্রজাতন্ত্র দিবসের সাতদিন দু’ঘণ্টার জন্য বিমান পরিষেবা বন্ধ করল দিল্লী এয়ারপোর্ট
1 min read
বিমান পরিষেবা
প্রজাতন্ত্র দিবসের সাতদিন দু’ঘণ্টার জন্য বিমান পরিষেবা বন্ধ করল দিল্লী এয়ারপোর্ট
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) একটি নোটাম জারি করেছে যে, দিল্লী আন্তজার্তিক বিমান বন্দরে ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৪ এবং ২৬ জানুয়ারি দু’ঘণ্টার জন্য সমস্ত বিমান উড়ান স্থগিত রাখা হবে। ভারতের প্রজাতন্ত্র দিবস এগিয়ে আসার সাথে সাথেই দেশের বেশ কয়েকটি রাজ্যে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাই দিল্লীও তার ব্যতিক্রম নয় বলে এই পদক্ষেপ তারা গ্রহণ করেছে।

যেহেতু, দিল্লী ভারতের রাজধানী এবং প্রজাতন্ত্র দিবসের দিন হাজার হাজার মানুষ দিল্লীর রাস্তায় ঘুরে বেড়ান ও এই দিনটিকে উদ্যাপন করেন। তাই, দিল্লীর প্রশাসন ব্যবস্থা্র তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জারি করা নোটাম এই বিজ্ঞপ্তি দিয়েছে যে, প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের জন্য জানুয়ারির ১৮, ২০-২৪ এবং ২৬ তারিখ দিল্লী বিমান বন্দরে সমস্ত বিমান ‘অবতরণ এবং উড়ান’ বন্ধ রাখা হবে সকাল ১০টা ৩৫ থেকে রাত ১২টা ১৫ অবধি। যেই সমস্ত এয়ারলাইন্সের বিমান দিল্লী থেকে এবং দিল্লী পর্যন্ত ওড়ে তাদের কাজকর্মে এই দিন গুলি বেশ প্রভাব করবে বলে মনে করা হচ্ছে। এবং যারা এইদিন গুলো যাত্রা করবেন বলে ঠিক করেছেন তাদের বিকল্প পথের কথা ভাবতে বলেছে কর্তৃপক্ষ।